লংগদু কাপ্তাই হ্রদে বালু ভর্তি বোটের মুখো-মুখী সংঘর্ষে নিখোঁজ ২, আহত ৭
লংগদু প্রতিনিধি: লংগদু বালু কাপ্তাই হ্রদে বালু ভর্তি বোটের মুখো-মুখী সংঘর্ষ নিখোঁজ ২, আহত ৭। শুক্রবার ৪ নভেম্বর বিকাল আনুমানিক ২.২০ টার দিকে রাঙ্গামাটি জেলার শীজক থেকে ছেড়ে আসা স্প্রীট বোট এবং রাঙ্গামাটি থেকে ছেড়ে আসা বালু ভর্তি বোটের সাথে মুখ মুখী সংঘর্ষ হয়।
লংগদু উজেলাে কাট্টতলী এলাকার গাছ টিলা নামক স্থানে উক্ত দুর্ঘটনায় স্প্রীট বোটের ড্রাইবার সহ মোট নয় জন যাত্রী ছিলো তার মধ্যে সাতজন আহত এবং লিটন চাকমা (২০), পিতা মুক্ত লাল চাকমা, গ্রাম ক্যাংড়াছড়ি, বাঘাইছড়ি এবং এলিনা চাকমা (২০), পিতা সুরুত চাকমা, গ্রাম হাজাছড়া সুবলং বরকল, দুজনই শীযক উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আহতের উদ্ধার করে রা্ঙগামাটি সদর হাসপাতালে নেয়া হয়।