স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলায় তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদর মিনি কন্ফারেন্স হলে ২০২৪-২০২৫ অর্থ বছরের ধুমপান ও তামাক জাত দ্রব্য ব্যবহার নিযন্ত্রণ কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার সেটু কুমার বড়ুয়া প্রশিক্ষণে সভাপতিত্ব করেন।
বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: নাসির উল্লাহ চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, উপজেলা শিক্ষা অফিসার শুভাশিষ বড়ুয়া, লক্ষ্মীছড়ি থানার এস আই জাফর, সদর ইউপি চেয়ারম্যান ত্রিলন চাকমা ও প্রেসক্লাব সভাপতি মো মোবারক হোসেন।
সভায় বক্তারা বলেন, তামাকের ক্ষতিকর দিকগুলো তুলে সচেতনতা বাড়াতে হবে। এছাড়াও ধুমপান বিরোধী যে আইন রয়েছে তার মেনে চলারও পরামর্শ দেন বক্তারা।