লক্ষীছড়িতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
লক্ষীছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির লক্ষীছড়িতে ১৭ ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেন লক্ষীছড়ি উপজেলা প্রশাসন।
সকাল ১০টায় উপজেলা প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এবং কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী, এবং এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইশতিয়াক ইমন। এ সময় আরো উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ হুমায়ুন কবির সহ বিভিন্ন দপ্তরের অফিসার বৃন্দ।
পরবর্তীতে বেলা ১২.০০ টায় উপজেলা মুক্ত মঞ্চে মুক্তির উৎসব ও স্বাধীনতা সুবর্ণজয়ন্তী মেলা উদ্বোধন করেন ইউএনও ইশতিয়াক ইমন।