লক্ষীছড়ি প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে লক্ষীছড়ি উপজেলা বিএনপির উদ্যোগে আপসহীন নেত্রীর বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় উপজেলার সকল মসজিদে আলাাদা আলাদা ভাবে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও বিএনপির ৭দিনের ধারাবাহিক কর্মসূচির আলোকে দলীয় কার্যালয়ে ৪র্থ দিনের মতো বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
২ জানুয়ারি শুক্রবার উপজেলার বিভিন্ন মসজিদে জুমার নামাজ শেষে এ দোয়া ও মিলাদ মাহফিলে স্থানীয় ওলামায়ে কেরামগনরা বিশেষ মোনাজাত পরিচালনা করেন। এসময় দোয়া মাহফিলে দেশ ও জাতি, শান্তি গণতন্ত্রের কল্যাণ কামনা করা হয়।
এতে দলমত নির্বিশেষে ধর্মপ্রাণ মুসল্লিদের পাশাপাশি বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন। পরে মরহুমা বেগম জিয়ার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মুনাজাতের মধ্যে দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।