• April 13, 2025

লক্ষ্মীছড়িতে বৈসাবি উৎসব-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও আনন্দ র‌্যালি

 লক্ষ্মীছড়িতে বৈসাবি উৎসব-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও আনন্দ র‌্যালি

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: j; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 108.849846; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

স্টাফ রিপোর্টার: বৈসাবি উৎসব-২০২৫ উপলক্ষে খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলায় অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও আনন্দ র‌্যালি। ১২ এপ্রিল শনিবার বিকাল ৪টায় লক্ষীছড়ি বাজার থেকে র‌্যালিটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মুক্তমঞ্চে গিয়ে একত্রিত হয়। উৎসবমুখর পরিবেশে রঙিন পোশাকে সজ্জিত বিভিন্ন জাতিগোষ্ঠীর নারী-পুরুষ ও শিশু-কিশোররা র‌্যালিতে অংশগ্রহণ করেন।

‘শান্তি, সম্প্রীতি ও ঐক্যের বন্ধনে বৈসাবি’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ উৎসবে ছিল নানা বর্ণিল সাজসজ্জা, ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ও আনন্দ উচ্ছ্বাস।র‌্যালি শেষে উপজেলা মুক্তমঞ্চে আয়োজন করা হয় এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য অনিমেয় চাকমা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,  লক্ষীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অংগ্য প্রু মারমা, লক্ষীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ খালেদ হোসেন, ১নং লক্ষীছড়ি ইউপি চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা, বর্মাছড়ি ইউপি চেয়ারম্যান সুইসালা চৌধুরীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা বৈসাবি উৎসবের সামাজিক, সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, পার্বত্য অঞ্চলের বৈচিত্র্যময় সংস্কৃতি ও শান্তিপূর্ণ সহাবস্থান এই উৎসবকে করেছে আরো তাৎপর্যময়।

বক্তারা সম্প্রীতির এই বন্ধন অটুট রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান। উৎসবের এই আয়োজন উপজেলাবাসীর মাঝে সৃষ্টি করে এক আনন্দঘন ও মিলনমেলায় রূপ নেয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post

Leave a Reply