লক্ষীছড়িতে সেনা অভিযানে ইউপিডিএফের গোপন আস্তানার সন্ধান, বিভিন্ন সরঞ্জাম উদ্ধার

শেয়ার করুন

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষীছড়িতে সেনাবাহিনীর অভিযানে আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফের একটি গোপন আস্তানা থেকে বিপুল পরিমাণ চাঁদার টাকা, বিশেষ পাসপোর্টসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ২০ আগস্ট বুধবার ভোরে উপজেলার বার্মাছড়ি ইউনিয়নের দেওয়ানপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী।

গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে লক্ষীছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তাজুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। সেনা টহল দলের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরবর্তীতে আস্তানাটিতে তল্লাশি চালিয়ে ৯ লাখ ২৯ হাজার ৫১০ টাকা নগদ অর্থ, ২টি বিশেষ (লাল) পাসপোর্ট, ৫টি মোবাইল ফোন, ১২টি সিমকার্ড, ৩টি অতিরিক্ত ব্যাটারি, ১টি এটিএম কার্ড, ২টি চাঁদা আদায়ের রশিদ, একটি টেলিফোন, একটি রান্নার চুলা ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

অভিযান সম্পর্কে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম জানান, ইউপিডিএফের সশস্ত্র কার্যক্রম স্থানীয় জনগণের জন্য দীর্ঘদিন ধরে ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফের চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম পার্বত্য এলাকায় শান্তি ও স্থিতিশীলতার পথে অন্যতম প্রধান বাধা হিসেবে চিহ্নিত হয়ে আসছে।