লক্ষীছড়ির বিনাজুরি পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে মানবিক সহায়তা

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার  বার্মাছড়ি আর্মি ক্যাম্পের আওতাধীন বিনাজুরি পাড়ায় রান্নাঘরের চুলার আগুন থেকে স্থানীয় পাহাড়ি বাসিন্দা ফুচিং মারমার বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়। অগ্নিকাণ্ডে পরিবারের আসবাবপত্র, নগদ সঞ্চয়, গৃহস্থালি সামগ্রী এবং ফুচিং মারমার এসএসসি পরীক্ষার্থী মেয়ের সকল বই পুড়ে যায়। ক্ষয়ক্ষতির আনুমানিক মূল্য প্রায় ৩ লক্ষ টাকা।২

২৬ জানুয়ারি সোমবার লক্ষীছড়ি জোন কমান্ডারের নির্দেশনায় বার্মাছড়ি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর সাদ-এর তত্ত্বাবধানে ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন ঘর নির্মাণের জন্য টিন এবং শিক্ষার্থীকে নতুন পাঠ্যবই প্রদান করা হয়, যাতে সে নির্বিঘ্নে এসএসসি পরীক্ষা-২০২৬ এ অংশগ্রহণ করতে পারে।

উক্ত কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় জনগণের মাঝে অগ্নি নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির কার্যক্রমও পরিচালিত হয়। এ সময় বিনাজুরি পাড়ার হেডম্যান, স্থানীয় স্কুলের শিক্ষকবৃন্দ, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যবৃন্দ এবং স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে শান্তি-শৃঙ্খলা রক্ষা, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন এবং মানবিক সহায়তা প্রদানের মাধ্যমে স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও শিক্ষা, সামাজিক সচেতনতা, পাহাড়ি ও বাঙালিদের জীবনযাত্রার মান উন্নয়নে লক্ষীছড়ি জোনের এ ধরনের ধারাবাহিক জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।