লক্ষীছড়ির সেনাবাহিনী কর্তৃক সশস্ত্র সন্ত্রাসী আটক, অস্ত্র উদ্ধার 

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষীছড়ি জোনের ফটিকছড়ি আর্মি ক্যাম্প দুইটি পৃথক টার্গেটে বিশেষ অভিযান পরিচালনা করে দেশীয় ধারালো অস্ত্র, শট গান, এয়ার গান, পিস্তল এবং দেশীয় মদসহ দুইজন সশস্ত্র সন্ত্রাসীকে আটক করে। আটককৃত সন্ত্রাসীদের নাম মোঃ রফিক (৫৫), পিতাঃ আব্দুল মালেক, গ্রামঃ ধর্মপুর, ডাকঘরঃ আজাদী বাজার, থানাঃ ফটিকছড়ি, জেলাঃ চট্টগ্রাম এবং মোঃ মঈন উদ্দিন (৩৬), পিতাঃ আব্দুল মালেক, গ্রামঃ ধর্মপুর, ডাকঘরঃ আজাদী বাজার, থানাঃ ফটিকছড়ি, জেলাঃ চট্টগ্রাম। অভিযানে সেনাবাহিনী তল্লাশি কার্যক্রম পরিচালনা করে দ্রব্য সামগ্রী উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্রগুলো হলো- শট গান ২টি, পিস্তল ১ টি,এয়ার গান ১টি, ডামি পিস্তল ১ টি, .৩০৩ ক্যালিবার এ্যামোনিশন ১ রাউন্ডশ, টগানের এ্যামোনিশন ১  রাউন্ড,শট গানের ফায়ারকৃত কার্তুজ ৩ রাউন্ড, এয়ার গান এ্যামোনিশন  ১০০টি, ধারালো দা ৫ টি,বিদেশী চাকু  ১টি, ড্যাগার  ১ টি ও দেশীয় মদ ৪ লিটার উদ্ধার করা হয়।

আটককৃত সন্ত্রাসীকে ফটিকছড়ি থানায় পুলিশের নিকট হস্তান্তর করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ এবং সন্ত্রাস দমনে এ ধরণের অভিযান অব্যাহত রাখবে।