• December 3, 2024

লক্ষীছড়ি জোন কর্তৃক ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ উপহার বিতরণ

 লক্ষীছড়ি জোন কর্তৃক ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ উপহার বিতরণ

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষীছড়ি সেনা জোনের উদ্যোগে ঈদ-উল-ফিতর উপলক্ষে ২৭ এপ্রিল জোনের আওতাধীন বিভিন্ন এলাকার একশত পরিবারের মাঝে চাল, সেমাই, চিনি, গুড়াদুধ সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী এবং ঈদ উপহার তুলে দেন লক্ষীছড়ি জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেলঃ মোঃ রাশেদুজ্জামান রাশেদ, পিএসসি, জি।

এসময় জোন কমান্ডার বলেন, আসন্ন ঈদ উপলক্ষে আপনাদের মাঝে জোনের পক্ষ থেকে ক্ষুদ্র এই উপহার। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। খাদ্যসামগ্রী বিতরণের সময় জোনের অন্যান্য অফিসারগণ উপস্থিত ছিলেন। লক্ষীছড়ি জোনের এহেন মহতী উদ্যোগে স্থানীয় জনসাধারণ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post