লক্ষীছড়িতে সেনা অভিযানে অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী আটক
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলায় একটি দেশীয় তৈরি (এলজি) অস্ত্র ও তাজাগুলি সহ সন্ত্রাসী আটক করা হয়েছে।
৩০ ডিসেম্বর রবিবার রাত ৩টার সময় উপজেলার সমুরপাড়া গ্রামে নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে মৃত রাঙ্গা চাকমার ছেলে পেক্ষ্যা চাকমাকে একটি দেশীয় তৈরি এলজি পিস্তল, গোলাবারুদ, তিনটি মোবাইল, চাঁদা আদায়ের রশিদ-লিফলেট, চোলাই মদ ও মদ তৈরির সামগ্রী উদ্ধার করা হয়।
সূত্রে জানা যায়, ২৯ ডিসেম্বর শনিবার গোয়েন্দা খবরের ভিত্তিতে লক্ষীছড়ি জোনের একটি টহল দল লক্ষ্মীছড়ি বাজার থেকে ইউপিডিএফ (মূল দল) এর সদস্য পেক্ষ্যা চাকমাকে আটক করে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের পর ৩০ ডিসেম্বর রবিবার রাত ৩ ঘটিকায় অভিযানে পেক্ষ্যা চাকমার বাড়ী থেকে অস্ত্র ও একটি তাজা গুলি ও একটি ব্যবহৃত গুলি উদ্ধার করে যৌথ বাহিনী।
লক্ষীছড়ি থানার ওসি (তদন্ত) মো. বায়েছুল ইসলাম খান জানান, ৩০ডিসেম্বর দুপুরে আমরা আসামীকে বুঝে পেয়েছি এবং মামলার প্রক্রিয়া চলছে। আগামী কাল আসামীকে আদালতে প্রেরন করা হবে।