স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়িতে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার; বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার এই প্রতিপাদ্যে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাউছার হামিদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. শফিউল ইসলাম, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আক্তার হোসেন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা ও দুল্যাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ত্রিলান চাকমা।
এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, উপজেলা যুব পরিবারের আলোকিত যুব সংঘের সদস্যসহ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার তরুণ-তরুণীরা কর্মসূচিতে অংশ নেন। আলোচনায় বক্তারা প্রবাসীদের অধিকার সংরক্ষণ, নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং প্রবাসীদের অবদান তুলে ধরেন।