স্টাফ রিপোর্টার: ঘুষগ্রহণ, অবৈধ সম্পদ, অর্থ আত্মসাৎ, অর্থ পাচার, ক্ষমতার অপব্যবহার, জালিয়াতি ও দুর্নীতিকে না বলি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৯ ডিসেম্বর মঙ্গরবার বেলা ১১টার দিকে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগিত পরিবেশনের মধ্য দিয়ে দুর্নীতি দমন কমিশনের লোগুযুক্ত পতাকা ও জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হয়। এসময় এক মানববন্ধনে অংশ নেন নারী-পুরুষ, শিক্ষক,ছাত্র-ছাত্রী ও আমন্ত্রিত অতিথিরা। পরে এক আলোচনা সভা পরিষদের মিনি কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ সোহরাব হোসেন ভূইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মো: ফোরকান হাওলাদার, সাবেক ভাইস চেয়ারম্যান অংগ্য প্রু মারমা, উপজেল মহিলা বিসয়ক কর্মকর্তা জিনিয়া চাকমা ও মো. তোফাজ্বল হোসেন রাসল প্রমুখ। সভাপতিত্ব করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো: মোবারক হোসেন।
এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংবাদিক অনুষ্ঠানে অংশ নেন। পরে একই স্থানে বেগম রোকেয়া দিবসের আলোচনা সভা শেষে মোছা. রাবেয়া বেগমকে সফল অদম্য নারী সম্মানা প্রদান করা হয়