স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলার ইয়ুথ গ্রুপ ও নাগরিক প্লাটফর্মের আয়োজনে ভোটাধিকার বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
২১ ডিসেম্বর দেওয়ান পাড়া ও সাঁওতাল পাড়ায় উপজেলা তৃণমূল উন্নয়ন সংস্থার বাস্তবায়নে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রান্তিক জনগোষ্ঠীর সংহতি ও ভোটাধিকার বিষয়ে নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড সরকারের বাংলাদেশ দূতাবাসের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার সাবিনা ইয়াসমিন লুবনা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন আস্থা নাগরিক প্ল্যাটফর্মের সদস্য মো: মোবারক হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুপান্তর এনজিওর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন, তৃণমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিপন চাকমা, আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী ধনেশ্বর দেওয়ান, মনিটরিং অ্যান্ড রিপোর্টিং অফিসার মিহির কান্তি ত্রিপুরা, লক্ষ্মীছড়ি ইউপি চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা, দুল্যাতলী ইউপি চেয়ারম্যান ত্রিলন চাকমা ও বর্মাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুইশালা চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
দিনব্যাপী অনুষ্ঠানটি বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনায় শুরু হয়। সহিনী চাকমা ও সন্তুষ্টি চাকমা এবং তাদের দলের উদ্বোধনী সংগীত পরিবেশন অনুষ্ঠানের সূচনা করে। এরপর অতিথিদের ফুল ও উত্তরীয় দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। তৃণমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিপন চাকমা স্বাগত বক্তব্য রাখেন।
ভোটাধিকার বিষয়ক একটি নাটিকা মঞ্চস্থ করা হয়, যা পরিচালনা করেন পপেন ত্রিপুরা। নাটিকায় অভিনয় করেন এরিনা চাকমা, কাঞ্চনা চাকমা, রিতা চাকমা, বিশাখা চাকমা ও ইমন চাকমা। নাটিকা শেষে পরিবেশিত হয় ঐতিহ্যবাহী চাকমা পটগান ‘গেংগুলি’, যা পরিবেশন করেন রাঙামাটির শিল্পী সৌমিত্র চাকমা। শিশু শিল্পী তারেসা চাকমা ও সহিনী চাকমা যৌথভাবে নৃত্য পরিবেশন করেন।
সাংস্কৃতিক পরিবেশনার পর বিশেষ অতিথির বক্তব্য রাখেন রুপান্তর এনজিওর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন এবং দুল্যাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ত্রিলন চাকমা। প্রধান অতিথি সাবিনা ইয়াসমিন লুবনা বলেন, “পাহাড়ি-বাঙালি, ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি। আস্থা ও বিশ্বাস অর্জন করতে পারলে আমরা একটি সংবেদনশীল ও অসাম্প্রদায়িক সমাজ গঠন করতে পারব।”
উল্লেখ্য, তৃণমূল উন্নয়ন সংস্থা খাগড়াছড়ির ৯টি উপজেলায় ‘আস্থা’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন করছে। সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (এসডিসি) এর সহায়তায় প্রকল্পটি রুপান্তর এনজিওয়ের কারিগরি সহায়তায় পরিচালিত হচ্ছে।
এ কর্মসূচিতে এনজিও কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। এসময় ভোটাধিকার বিষয়ে চাকমা ভাষায় একটি নাটিকা উপস্থাপন করা হয়। এছাড়াও নৃত্য ঐতিহ্যবাহী লোকসংগিতের আয়োজন করা হয়। নাটকের মূল বক্তব্য ছিলো বল প্রয়োগ, জালভোট কিংবা অসৎ কোনো ব্যক্তি নির্বাচিত হতে না পারে অভিনয়ে সেই চিত্রই ফুটিয়ে তোলা হয়।