লক্ষ্মীছড়ি প্রশাসন কর্তৃক অসহায় ও দুস্থ্যদেরর মাঝে শীতবস্ত্র বিতরণ

শেয়ার করুন

মো: রুহুল আমিন,লক্ষ্মীছড়ি: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়িতে উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায় ও দুস্থ্যদেরর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ৩১ ডিসেম্বর বুধবার উপজেলার সদর ইউনিয়নের বুইক্কে ছড়া ও পূর্ব জুর্গাছড়ি এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন, লক্ষীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসার মোহাম্মদ কাউছার হামিদ।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বেচ্ছাসেবক টীম। তরুণরা উপস্থিত ছিলেন। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সহায়তার জন্য উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান। টানা শৈত প্রবাহে কনকনে ঠান্ডায় যখন ঘর থেকে মানুষ বের হতে পারছে না, ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা আরো বেশি। আয়-উপার্জনের পথ যখন বন্ধ ঠিক তখনি উঞতা ছড়াতে গরম কম্বল নিয়ে সাধারণ মানুষের কাছে পৌছলেন ইউএনও। প্রায় শতাধিক শীতের কম্বল বিতরণ করা হয়েছে বলে জানা গেছে।

এর আগে দুর্গম বর্মাছড়ি এলাকায় উপজেলা প্রশাসনেরে উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়।  ইউএনও মোহাম্মদ কাউছার হামিদ উপস্থিত থেকে শীত বস্ত্র বিতরণ করেন।