স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় ইব্রাহীম খলিল (৩৪) নামে এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। বুধবার দিবাগত রাতের কোনো একটি সময়ে নিজ কক্ষে আত্মহত্যার পথ বেঁছে নেয়। সকাল ৭টা বেজে গেলেও দরজা না খোলায় পরিবারের সদস্যরা ডাকা-ডাকি শুরু করে। এক পর্যায় দরজার নিচ দিয়ে দেখার চেস্টা করলে ঝুলন্ত অবস্থায় পা দেখে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে দেখতে পায় ফাঁস লেগে ঝুলে আছে ইব্রাহীম। পরে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে খাগড়াছড়ি মর্গে পাঠায়। লাশ পোষ্টমের্টম করার পর রাতেই দাফন করা হয়।
পারিবারিক সূত্র জানায়, প্রথম স্ত্রীর মামলায় হাজত খেটে জামিনে বের হয়ে দ্বিতীয় স্ত্রীর কাছে গেলে সেখান থেকে বিতারিত হয়ে মা-বাবার ঘরে আসে। মৃত্যুর আগে জীবনের ঘটে যাওয়া কিছু কাহিনী চীরকুট লিখে গেছেন। পুলিশ চীরকুট পর্যালোচনা করছে। ইব্রাহীমের বাবা মো: সামশুল ইসলাম জানান, হাজত থেকে বের হয়ে আসার পর পাগলামী সুলব আচরণ করে। সবকিছু সামলিয়ে সুন্দরভাবে জীবন চলার জন্য পরামর্শ দেই। প্রতিবেশীরাও নানাভাবে বুঝানোর চেষ্টা করে। রাত ১টার দিকে সে নিজের রুমে ঘুমাতে যায়। সকালে এই ঘটনা দেখতে হলো। এই শোক সহিবার নয়। তবে তার মানষিক যন্ত্রণা ছিলো প্রচন্ড আকারে যা চলাফেরার লক্ষ্য করা গেছে।
৬বছরের ১ ছেলে ও ১১ বছরের ১ মেয়ে রয়েছে। সব কষ্ট বুকে নিয়ে না ফেরার দেশে চলে গেলেও বাবা হারা করে গেলেন এই ২অবুঝ শিশুকে।
লক্ষীছড়ি থানার এসআই জাফর জানান, এ ব্যাপারে থানায একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।