লক্ষ্মীছড়িতে কর্মস্থলে ফেরা পুলিশকে ফুল দিয়ে বরণ করলো ” বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন”

 লক্ষ্মীছড়িতে কর্মস্থলে ফেরা পুলিশকে ফুল দিয়ে বরণ করলো ” বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন”

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীছড়িতে শান্তি ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় রাখার প্রত্যয়ে পুলিশকে ফুল দিয়ে বরণ করে নিয়েছে” বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন”। ১২ আগষ্ট মঙ্গলবার প্রায়  তিন শতাধিক শিক্ষার্থী পুলিশকে ফুল দিয়ে একযোগে বরণ করে নেয়। এসময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র রুপন চাকমা (চবি), রবিউল ইসলাম গাজী (চবি), মোহাম্মদ হাসান, সচিব কান্তি চাকমা, স্মৃতি জ্ঞান চাকমা সহ আরও অনেকেই।

সঞ্চালক নূর জামাননের সঞ্চালনায় বক্তব্য রাখেন লক্ষীছড়ি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র সবুজ, এসময় মুখপাত্র রবিউল ইসলাম গাজী বলেন, শিক্ষার্থীবান্ধব সমাজ এবং আগামীর সম্ভাবনাময় প্রজন্মকে স্বতঃস্ফূর্তভাবে তাদের মেধা বিকাশের মাধ্যমে দেশ ও জাতির উন্নয়নে পুলিশের ভূমিকা অপরিসীম, তিনি আরো বলেন,পুলিশে যে সংস্কার হয়েছে আশা করি আগামী প্রজন্ম,দেশ জাতি ও সমাজ দুর্বার গতিতে এগিয়ে যেতে পারবে।

লক্ষীছড়ি থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসাইন বলেন পুলিশ সবসময় জনগনের জানমাল রক্ষায় কাজ করে থাকে। কিন্ত জনসেবায় নিয়োজিত এই পুলিশকে সদ্য বিদায়ী সরকার লাঠিয়াল বাহিনীতে পরিনত করেছে। পুলিশ যদি দলীয় প্রভাবমুক্ত থাকতে পারে তাহলে পুলিশ জনগণ একে-অপরের বন্ধু হতে বাধ্য।

রুপন চাকমার বলেন,আমরা ৫২,৬৯,৭১ ও ৯০ এ ঘটনা প্রবাহের সাক্ষী হতে না পারলেও, আমরা ২৪ এর আন্দোলন দেখেছি। কত রক্তের হিংস্র থাবায় কত শহিদের আত্মার বলিদানে এ স্বাধীনতা। সময়ে পরিবর্তনের বাতাস বইছে, এ বাতাস নতুন ভোরের স্বপ্ন দেখাবে,আমাদের সঙ্গী হতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একযোগে পরস্পরের সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রেখে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে অবদান রাখতে হবে।তিনি আরো বলেন,গুটিকয়েক বিপদগামী পুলিশ কর্মকর্তার হীন বুদ্ধিতে পুলিশ ব্যবহার হয়। যদিও, অসৎ কর্মকর্তারা এখন পলাতক। আমরা সকলে প্রত্যাশা করি,পুলিশ দুর্নাম কাটিয়ে সৎ ও নিষ্ঠার প্রত্যয়ে আগামীর দিনগুলোতে জনগণের বন্ধু হয়ে থাকবে।

পরে পুলিশের পক্ষ হতে শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post