স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দ্রুত সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৩ ডিসেম্বর বুধবার সন্ধায় মাগরিব বাদ উপজেলা শ্রমিকদলের উদ্যোগে ও উপজেলা বিএনপির সার্বিক সহযোগিতায় দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ঈমাম ও উপজেলা ওলামাদলের আহবায়ক মাওলানা আনোয়ার উল্লাহ।
এর আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মো: ফোরকান হাওলাদার ও সাধারণ সম্পাদক মো: মোবারক হোসেন। এসময় অঙ্গ সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী এ দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন।
বিশেষ মোনাজাতে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থ্যতার পাশাপাশি তারেক রহমান এবং ওয়াদুদ ভূইয়ার সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়।