লক্ষ্মীছড়িতে জমজমাট জনপ্রিয় ফুটবল আসর শুরু হচ্ছে কাল থেকে

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীছড়িতে জমজমাট জনপ্রিয় ফুটবল আসর শুরু হচ্ছে আগামীকাল বুধবার থেকে। বিকেল ৪টায় উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন করবেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। ৩২টি দলের অংশগ্রহণে এ টুর্নামেন্ট চলবে নকআউট পদ্ধতিতে। লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার সেটু কুমার বড়ুয়া জানান, এ টুর্নামেন্টর সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা যৌথভাবে এ টুর্নামেন্টর আয়োজক। বৈরী আবহাওয়া তবুও বড়ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে মাননীয় জেলা প্রশাসক মহোদয় উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন করবেন।
যে সকল টীম খেলায় অংশ গ্রহণ করছে: উদ্বোধনী খেলায় অংশ নিবেন এফসি লেলাং ফুটবল একাদশ বনাম বাইন্যাছোলা রাইজিং স্টার ক্লাব। পর্যায়ক্রমে তুল্যা কার্বারী পাড়া মোনঘর একাদশ বনাম মিটিয়াছড়ি ফুটবল একাদশ,সম্প্রীতি বাজার একাদশ বনাম লক্ষ্মীছড়ি চ্যালেন্জার্স এলিভেন, বারদোনা পারিবং ক্লাব বনাম থাইল্যা পাড়া ছদগ্ ফুইত্তে ক্লাব, দেওয়ান পাড়া একঝদা ভালেদি সংঘ বনাম হাজাছড়ি রাইজিং স্টারস্, যতীন্দ্র কার্বারী পাড়া একাদশ বনাম মগাইছড়ি একাদশ, শুকনাছড়ি জুম ঘর ক্লাব বনাম ময়ূরখীল এম. কে রাইডার্স, বিনাজুড়ি পাড়া জুনিয়র ফুটবল একাদশ বনাম টংতুল্যা পাড়া ওয়াসানা ক্লাব, সুমন্ত পাড়া মরাচেঙ্গী ফুটবল একাদশ বনাম পূর্ব হাজাছড়ি পাড়া একঝদাবল ক্লাব ফুটবল টিম, মেজালে একাদশ বনাম শিলছড়ি পাড়া ফুটবল একাদশ, চাইল্যাতলী একতা সংঘ বনাম লক্ষ্মীছড়ি জুনিয়র টিম, FC দন্ডিপাড়া পাইওনিয়ার্স ক্লাব, দন্ডিপাড়াবনাম লাবাঃ আড়ং ক্লাব, হলুদিয়া পাড়া, বেলক্ক পাড়া মোনঘর ক্লাব বনাম দুল্যাতলী জুনিয়র টিম, দুল্যাতলী ড্রাগন স্পোর্টিং ক্লাব বনাম বেলতলী পাড়া জুনিয়র একাদশ, উদিবং ক্লাব, মধ্যপাড়া বনাম জুমফুল একাদশ, জুনপহর ক্লাব, জুর্গাছড়ি, বটথলী পাড়া ফুটবল একাদশ বনাম লক্ষ্মীছড়ি থানা ফুটবল টিম।
খেলার নিয়মাবলীঃ
১. খেলা শুরুর আগে NID/অনলাইন জন্ম নিবন্ধনের কপি খেলা পরিচালনা কমিটির নিকট জমা প্রদান করতে হবে।
২. প্রত্যেক খেলোয়াড় অবশ্যই দলের নিজস্ব জার্সি নিয়ে খেলায় অংশগ্রহণ করতে হবে।
৩. এক দলের খেলোয়াড় অন্যদলে খেলতে পারবে না।
৪. খেলা আরম্ভ হওয়ায় ২০ মিনিট পূর্বে দল মাঠে উপস্থিত থাকতে হবে।
৫. খেলা খালি পায়ে অনুষ্ঠিত হবে (ফাইনাল ব্যতীত)।
৬. খেলার পদ্ধতি – নকআউট। খেলার সময় – ৩০+৩০ =৬০ মিনিট
৭. নির্দিষ্ট সময়ের মধ্যে কোন দল মাঠে উপস্থিত হতে না পারলে অপর দলকে বিজয়ী ঘোষণা করা হবে।
৮. মাঠে রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।
৯. অনিবার্য কারণে খেলার সময়সূচী পরিবর্তন হতে পারে।