লক্ষ্মীছড়িতে জাতীয় নিরাপদ সড়ক দিবসের আলোচনা সভা

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে ” মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি- কমবে জীবন ও সম্পদের ক্ষতি “- এ শ্লোগানকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। 

২২ অক্টোবর বুধবার সকালে উপজেলা পরিষদ মিনি কনফারেন্স হলে  দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সদর লক্ষ্মীছড়ি ইউপি চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা। বক্তব্য রাখেন, উপজেহলা জনস্বাস্ত্য প্রকৌশলী মো: ইব্রাহীম খলিল, উপজেলা বিএনপির সভাপতি মো: ফোরকান হাওলাদার, প্রেসক্লাব সভাপতি মো: মোবারক হোসেন, উপজেলা সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা মো: আক্তার হোসেন,িইউপি মেম্বার মো: দেলোয়ার হোসেন ফরাজি, মোটরবাইক সমিতির সভাপতি মো: নাজমুল ইসলাম প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ পরিবহন বিভাগের চালক- শ্রমিক উপস্থিত ছিলেন। 

আলোচনা সভায় বক্তাগন বলেন, সড়ক দুর্ঘটনা রোধে চালক, পথচারী ও যাত্রী সেবার সচেতনতা জরুরি। মানসম্মত হেলমেট ব্যবহার, গতি নিয়ন্ত্রণ ও ট্রাফিক আইন মেনে চললেই সড়কে মৃত্যুহার অনেকাংশে কমানো সম্ভব বলে মত প্রকাশ করেন।