লক্ষ্মীছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে আলোচনা সভা
স্টাফ রিপোর্টার: “ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ/২০২৪ উদযাপন উপলক্ষে লক্ষ্মীছড়ি উপজেলা মৎস্য অফিস কর্তৃক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ৩১জুলাই বুধবার উপজেলা পরিষদ মিনি হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া আলোচনা সভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিতির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা। উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা) প্রবিন চন্দ্র চাকমা শুভেচ্ছা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সোহরাব হোসেন ভূইয়া, ভাইস চেয়ারম্যান রতন বিকাশ চাকমা, সদর ইউপি চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা, দুল্যাতলী ইউপি চেয়ারম্যান ত্রিলন চাকমা, বর্মাছড়ি ইউপি চেয়ারম্যান সুইশালা চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন ব্যাপারি, মৎস্য চাষী সুশীল দেওয়ান ও রাসেল বক্তব্য রাখেন।
এর আগে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং পুকুরে পোনা অ্বমুক্ত করা হয়। মৎস্য চাষীদের উদ্বুদ্ধ করতে নানা কার্যক্রম চলবে সপ্তাহ ব্যাপি। সমাপনী দিনে পুরস্কার বিতরণ ও মতবিনিময় সভার আয়োজন করা হবে বলে জানা গেছে।