স্টাফ রিপোর্টার: অভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মত খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালিত হয়েছে।
১৮ আগস্ট সোমবার উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে এ উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা তরুন কুমার চাকমা সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সেটু কুমার বড়ুয়া।
অনুষ্ঠানে উপজেলার তিনজন সফল মৎস্যজীবীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মো: ফোরকান হাওলাদার, উপজেলা প্রেসক্লাব সভাপতি মো: মোবারক হোসেন, সফল মৎস্য চাষি মো: মকবুল আহমেদ। পরে একটি র্যালি বের হয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণের পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করা হয়।