লক্ষ্মীছড়িতে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যবসায়ী আটকের খবর পাওয়া গেছে। আটক ব্যক্তির নাম সনজিব কান্তি মহাজন(৫৫)। বাদীর অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়।
লক্ষ্মীছড়ি থানার পুলিশ সূত্রে জানা গেছে, ২৭ এপ্রিল সকাল সাড়ে ৯টার দিকে পূর্ব পরিচয়ের জেড়ে রংবালা চাকমা(১৮) ছদ্মনাম লক্ষ্মীছড়ি বাজারে আসলে অভিযুক্ত ব্যক্তির দোকানের পেছনে বিশ্রাম নিতে গেলে বেলা ১১টা পর্যন্ত একাধিকবার ধর্ষণের চেষ্টা চালায়। কৌশলে ভিডিও ধারন করে সহপাঠীদের দেখালে এক পর্যায়ে অভিযুক্ত ব্যক্তি ক্ষমা চান। এরি মধ্যে ঘটনাটি জানাজানি হয়ে গেলে পুলিশ ঘটনাস্থল থেকে আসামীকে আটক করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে ধর্ষন চেষ্টার অভিযোগে থানায় মামলা রুজু করা হয়েছে। আটক আসামীকে আদালতে প্রেরণ করা হবে।
লক্ষ্মীছড়ি থানার অফিসার ইনচার্জ মু. খালেদ হোসেন জানান, ঘটনাটি জানার পরেই আমরা আসামীকে আটক করতে সক্ষম হই। বাদীর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। ঘটনা তদন্ত করা হচ্ছে। আসামী আটক আছে বলেও জানান তিনি।