লক্ষ্মীছড়িতে নেটওয়ার্ক টাওয়ারের তার ও বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন, চরম ভোগান্তি গ্রাহকের

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় দুর্বৃত্তদের হামলায় মোবাইল নেটওয়ার্ক টাওয়ারের সংযোগ তার ও বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে গত পাঁচ দিন ধরে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা বন্ধ থাকার পাশাপাশি টাওয়ারের বিদ্যুৎ সংযোগ না থাকায় পরিস্থিতি আরও গুরুতর হয়েছে।
বিশেষ ব্যবস্থায় গ্রামীণ নেটওয়ার্ক সীমিত পরিসরে চালু হলেও বন্ধ রয়েছে রবি নেটওয়ার্ক ও এয়ারটেল নেটওয়ার্ক। এতে করে সরকারি বিভিন্ন দপ্তরের ইন্টারনেট সংযোগ ব্যহত হচ্ছে। সাধারণ মানুষসহ শত শত শিক্ষার্থীরা ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, নেটওয়ার্ক না থাকায় যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ জনগণ মোবাইল ব্যবহার করতে না পারায় নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন।
ভুক্তভোগী এক গ্রাহক বলেন, “ফোন করতে পারছি না, বিদ্যুৎ নেই, ইন্টারনেট বন্ধ। আমরা পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছি। দ্রুত ব্যবস্থা না নিলে আরও সমস্যা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট মোবাইল অপারেট জানিয়েছেন, টাওয়ার ও বিদ্যুৎ সংযোগ মেরামতের কাজ দ্রুত শুরু করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার সেটু কুমার বড়ুয়া বলেন, মোবাইল নেটওয়ার্ক না থাকায় সরকারি বিভিন্ন দপ্তরিক কাজ করতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। নেটওয়ার্ক কোম্পানী গুলোর সাথে যোগাযোগের চেস্টা চলছে বলে জানান তিনি।
এ ঘটনায় স্থানীয়রা দ্রুত সমস্যার সমাধান চেয়ে মোবাইলে অপারেটরের দৃষ্টি আকর্ষণ করেছেন