• December 21, 2024

লক্ষ্মীছড়িতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব

 লক্ষ্মীছড়িতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রোববার শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সকল আনুষ্ঠানিকতা। বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলা সদরের একটি পুকুরে বাদ্যের তালে তালে উৎসব মুখর পরিবেশে এ প্রতিমা বিসর্জন দেয়া হয়।

চন্ডীপাঠ, বোধন ও অধিবাসের মধ্যদিয়ে ষষ্ঠী তিথিতে ‘আনন্দময়ীর’ আগমনে গত ৮ অক্টোবর থেকে দেশের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের সূচনা হয়। পরবর্তী ৫দিন লক্ষ্মীছড়ি শ্রী শ্রী ব্রম্মময়ী কালী মন্দিরে পূজামন্ডপে পূজা-অর্চণার মধ্যদিয়ে ভক্তরা দেবী দুর্গার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে তা শেষ হয়।

পূজাকে ঘীরে কঠোর নিরাপ্তা ব্যবস্থা নেয় প্রশাসন। লাগানো হয় সিসি ক্যামরা। আনসার-ভিডিপি, পুলিশের পাশাপাশি সেনাবাহিনী টহল জোড়দার করা হয়। এদিকে লক্ষ্মীছড়ি শ্রী শ্রী ব্রাম্মময়ী কালি মন্দির পরিদর্শন করেছেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান ও পুলিশ সুপার আরেফিন জুয়েল। বৃহস্পতিবার সন্ধায় কালি মন্দির পরিদর্শনে আসেন জেলার কর্তা ব্যক্তিরা। এসময় লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া, সহকারি কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন, সহকারী পুলিশ সুপার (মানিকছড়ি সার্কেল) এ কে এম কামরুজ্জামান, জেলা এ্যাডজুটেন্ড আরিফুর রহমান, থানার অফিসার ইনচার্জ মু. খালেদ হোসেন উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা বিএনপির সভাপতি মো: ফোরকান হাওলাদার, সাবেক ভাইস চেয়ারম্যান অংগ্য প্রু মারমাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক উপস্থিত ছিলেন।
এছাড়াও লক্ষীছড়ি উপজেলার শ্রী শ্রী ব্রহ্মময়ী কালী মন্দির পূজা মন্ডপ পরিদর্শন করেন লক্ষীছড়ি জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ তাজুল ইসলাম, পিএসসি, জি। পূজা মন্ডপ পরিদর্শনের পাশাপাশি সেনাবাহিনীর পক্ষ থেকে পূজা পরিচালনা কমিটির হাতে আর্থিক অনুদানও প্রদান করা হয়। পরিদর্শনকালে তিনি সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সেনাসদস্যরা সর্বোচ্চ সহযোগীতা করবে বলে আশ্বস্ত করেন। এ সময়ে তিনি আরো বলেন পূজা মন্ডপে সার্বিক নিরাপত্তা স্বাভাবিক রয়েছে।

পূজা উদযাপন কমিটির সভাপতি রিংকু দাশ  জানান, সুষ্ঠু ও সুন্দরভাবে শারদীয় দুর্গোৎসবের সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে। এজন্য তিনি সকলকে ধন্যবাদ জানান।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post