লক্ষ্মীছড়িতে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন কাল
স্টাফ রিপোর্টার: খাগড়াছিড় জেলার লক্ষ্মীছড়ি উপজেলা বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে ১০ জানুয়ারি শুক্রবার থেকে। আগামীকাল বেলা আড়াইটায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের উদ্বোধন করবেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার।
বিশেষ অতিথি থাকবেন খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. মোশাররফ হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ক্ষণি রঞ্জন ত্রিপুরা, জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এম এ করিম। উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত থাকবেন।
বিনোদন প্রেমীদের জন্য আকর্ষণীয় এ ফুটবল খেলাকে উৎসব মুখর করতে ইতিমধ্যে সকল প্রস্ততি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। লক্ষ্মীছড়ি সততা যুব সংঘ এ টুর্নামেন্টের আয়োজক। মিডিয়া পার্টনার পাহাড়ের আলো।
উদ্বোধনী খেলায় অংশ নেবে বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদ বনাম হাজাছড়ি রাইজিং স্টার ক্লাব।মোট ১৩ টীম এ টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মো. মকবুল আহমেদ জানান বিগত ১৫ টিকে বছর ধরে ফুটবল খেলা অনেকটা ঝিমিয়ে গিয়েছিল। জনপ্রিয় এ ফুটবল খেলাকে এগিয়ে নিত বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্টের আয়োজন। পাহাড়ি – বাঙালি সকল সম্প্রদায়ের নারী পুরুষ এ ফুটবল খেলা উপভোগ করত উপজেলা পরিষদ মাঠে আসার আহবান জানান।