লক্ষ্মীছড়িতে বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: j; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 233.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে উপজেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
এর আগে বিকালে উপজেলা পরিষদ মাঠে স্থানীয় ক্রীড়া সংগঠন সততা যুব সংঘের আয়োজনে এবং উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সহযোগিতায় অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলা মাঠে গড়ায়। উৎসবমুখর পরিবেশে ও হাজারো ফুটবল প্রেমি দর্শকের উপস্থিতিতে ফাইনালে মুখোমুখি হয় মারমা ঐক্য পরিষদ ও হাজাছড়ি রাইজিং স্টার ক্লাব। খেলার প্রথমার্ধে গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে ২-১ গোলের ব্যবধানে হাজাছড়ি রাইজিং স্টারকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মারমা ঐক্য পরিষদ একাদশ।
খেলা শেষে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেনের সঞ্চালনায় ও সভাপতি ফোরকান হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভুঁইয়া। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি দেব রানী চাকমা, ম্রাসাথোয়াই মারমা, ক্ষেত্র মোহন রোয়াজা, সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু, মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক ক্ষণি রঞ্জন ত্রিপুরা, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এম এ করিম, জেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজ, জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাগর নোমান, সদস্য সচিব হৃদয় নুরসহ জেলা ও বিভিন্ন উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে খেলায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। এছাড়াও সেরা গোলদাতা মংচিং মারমা, সেরা গোলরক্ষক বাবু মারমা ও সেরা খেলোয়াড় অজান্ত চাকমাকেও পুরস্কৃত করা হয়। খেলাকে কেন্দ্র করে মাঠে রেকর্ড সংখ্যক দর্শক উপস্থিতি চোখে পড়ে।
খেলা ও পুরস্কার বিতরণ শেষে লক্ষীছড়ি উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা অংশ নেন।