লক্ষ্মীছড়িতে বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে র্যালি, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করে লক্ষ্মীছড়ি উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন। বুধবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র্যালি শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা র আয়োজন করা হয়। 

খাগড়াছড়ি জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও লক্ষ্মীছড়ি উপজেলা সমন্বয়ক এম. এ করিম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। উপজেলা বিএনপি’র সভাপতি মো. ফোরকান হাওলাদার আলোচনা সভায় সভাপতিত্ব করেন। উপজেলা যুবদলের আহবায়ক মকবুল আহমেদ এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মোবারক হোসেন, সহ-সভাপতি মো: দেলোয়ার হোসেন ফরাজি, অংগ্য প্রু মারমা, সাংগঠনিক সম্পাদক মো: সামশুল ইসলাম, ওলামাদলের সদস্য সচিব মো: হাবিবুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: জাহাঙ্গীর আলম প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা বিএনপির এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল পরিমাণ নেতা-কর্মী অংশ নেন।