লক্ষ্মীছড়িতে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার: আজ ১লা আষাঢ়। শুরু হলো বর্ষাকাল যা বৃক্ষরোপণের আদর্শ সময়। তাই লক্ষ্মীছড়ি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রোববার সকালে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হয়। আগামী দুই মাস চলমান থাকবে এ কর্মসূচি।

ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে আসুন সবাই অন্তত একটি করে গাছ লাগাই এবং পরিচর্যা করি। আমাদের চারপাশ হয়ে উঠুক বৃক্ষময়- এই শ্লোগানকে সামনে রেখে লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার সেটু কুমার বড়ুয়া উপজেলা পবিষদ প্রাঙ্গণে  বেশ কয়েকটি ঔষধী গাছের চারা রোপন করে এ কর্মসূচির উদ্বোধন করেন।

এসময় লক্ষ্মীছড়ি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ সোহরাব হোসেন ভূইয়া, উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সভাপতি মো. ফোরকান হাওলাদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অংগ্য প্রু মারমা, ইউপি চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা, ত্রিলন চাকমা ও সুইশালা চৌধুরী।

Leave a Reply