লক্ষ্মীছড়িতে মহিলাদলের সম্মেলন অনুষ্ঠিত : আলেয়া সভাপতি, সম্পাদক মরিয়ম

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদল খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

২২জুলাই মঙ্গলবার উপজেলা কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপি’র সহ-সভাপতি দেবরানী চাকমা। প্রধান বক্তা ছিলেন, লক্ষ্মীছড়ি উপজেলা বিএনপি সভাপতি, মো: ফোরকান হাওলাদার। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা মহিলাদলের সভানেত্রী কুহেলী দেওয়ান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলাদলের আহবায়ক আলেয়া বেগম।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মো: মোবারক হোসেন, জেলা মহিলাদলের সিনিয়র সহ-সভাপতি মারিয়াম আক্তার মনি, যুগ্ম সম্পাদক আকলিমা খানম, সাংগঠনিক সম্পাদক তাহমিনা সিরাজ সীমা, সহ-সভাপতি মিটুন রাণী ত্রিপুরা। সম্মেলনে আরো বক্তব্য রাখেন, উপজেলা মহিলাদলের সাধারণ সম্পাদক মরিয়ম বেগম, যুগ্ম সম্পাদক মাসুদা আক্তার, লক্ষ্মীছড়ি ইউনিয়ন মহিলাদলের সহ সভাপতি রিনা আক্তার, দুল্যাতলী ইউনিয়ন মহিলাদলের সভানেত্রী মনেয়ারা বেগম ও হনুফা বেগম। অনুষ্ঠান সঞ্চালনা করেন তাকলিমা বেগম ও মো: আনিসুর রহমান।

সম্মেলনে উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ছাড়াও অংগসংগঠনের নেতবৃন্দ এবং ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ের মহিলাদলের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা এখন থেকেই ভোটের প্রস্তুতি নেয়ার আহবান জানিয়ে ওয়াদুদ ভূইয়াকে বিপুল ভোটে নির্বাচিত করে এ অঞ্চলেল পাহাড়ি-বাঙ্গালি সকল সম্প্রদায়ের মানুষের কল্যাণে কাজ করার সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে মহিলাদের জনগণের পাশে দাঁড়ানোর আহবান জানান।

পরে আলেয়া বেগম সভাপতি, মরয়ম বেগম সাধারণ সম্পাদক ও আকলিমা বেগমকে সাংগঠনিক করে ১০১ সদস্য বিশিষ্ট লক্ষ্মীছড়ি উপজেলা মহিলাদলের কমিটি ঘোষণা করা হয়।

Read Previous

খাগড়াছড়িতে জাতীয়তাবাদী শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

Leave a Reply

Most Popular