লক্ষ্মীছড়িতে মারমা যুব ঐক্য পরিষদের কাউন্সিল সম্পন্ন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদের কাউন্সিল-২০২৫ সম্পন্ন হয়েছে। এছাড়াও একই স্থানে সকালে মারমা ছাত্র যুব ঐক্য পরিষধদর উদ্যোগে এসএসসি পরীক্ষায় কৃতকার্য কৃতি শিক্ষার্ধীদের সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সেটু কুমার বড়ুয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মো: ফোরকান হাওলাদার, মো: মোবারক হোসেন, মারমা ঐক্য পরিষদের সভাপতি অংগ্য প্রু মারমা।

অনুষ্ঠানে আরো অতিথি ছিলেন, ক্যজরী মারমা, যুগ্ম সম্পাদক, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ, খাগড়াছড়ি জেলা শাখা, ইঞ্জিঃ ক্যরী মগ, সভাপতি, বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদ, খাগড়াছড়ি জেলা শাখা, চিংহ্লামং মারমা, সিনিঃ সহ-সভাপতি, বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদ, খাগড়াছড়ি জেলা শাখা, চাইহ্লাপ্রু মারমা, সাঃ সম্পাদক (ভারঃ), বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদ, খাগড়াছড়ি জেলা শাখা, হ্লাপ্রুসাই মারমা, সভাপতি, বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদ, খাগড়াছড়ি জেলা শাখা, সুইচিংহ্লা চৌধুরী, সাঃ সম্পাদক, বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদ, খাগড়াছড়ি জেলা শাখা।১ম অধিবেশনে সভাপতিত্ব করেন, খিলুঅং মারমা, আহবায়ক, বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদ, লক্ষীছড়ি জেলা শাখা। এছাড়াও জেলা যুব ঐক্য পরিষদ কমিটির – মংনু মারমা, নিউসাই মারমা উপস্থিত ছিলেন।

দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলের সভাপতিত্ব করেন চিনিঅং মারমা, সিনিয়র সহ-সভাপতিঃ- ক্যসাঅং মারমা, সাধারণ সম্পাদক, মংছুরি মারমা,যুন্ম সম্পাদকঃ উচিংমং মারমা ও সাংগঠনিক সম্পাদকঃ- ক্যচাইহ্লা মারমা সহ ১০১ জন বিশিষ্ট কমিটি করা হয়।