লক্ষ্মীছড়িতে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় ধর্মীয় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে। ১৬ আগস্ট শনিবার সকালে উপজেলার ধর্মীয় প্রতিষ্ঠান শ্রীশ্রী ব্রম্মময়ী কালী মন্দির প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রার বের করা হয়। ।

এসময় মঙ্গল শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক ও বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী, শ্রীকৃষ্ণের জন্মস্থান ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রের প্রাধান্যে পালন করা হয়। শ্রীকৃষ্ণ দুষ্টের দমন ও শিষ্টের কল্যাণ প্রতিষ্ঠার জন্য। বর্নাঢ্য এই শোভাযাত্রায় রিংকু দাশ সহ কমিটির অন্যান্য সদস্যরা নেতৃত্ব দেন।