লক্ষ্মীছড়িতে স্বেচ্ছাসেবক দলের ২ নেতা বহিস্কার

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় স্বেচ্ছাসেবক দলের ২ নেতাকে বহিস্কার করার খবর পাওয়া গেছে।
২মে শুক্রবার লক্ষ্মীছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: রিয়াজ উদ্দিন ও সদস্য সচিব মো: জাহাঙ্গির আলম স্বাক্ষরিত এক পত্রে এ খবর জানানো হয়। পত্রে উল্লেখ করা হয় ১নং লক্ষ্মীছড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো: মফিজুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মো: আবু তালেবকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দলীয় পদ স্থগিতসহ বহিস্কার করা হলো।
কারণ হিসেবে উল্লেখ করা হয় দলীয় নেতা-কর্মীদের সাথে অসাদাচরণ, দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ নানা অসামাজিক অপকর্মে লিপ্ত রয়েছে। বার বার সতর্ক করার পরও এহেনো কার্মকান্ড থেকে বিরত না থাকায় উল্লেখিত ২জনকে বহিস্কার করার সিদ্ধান্ত নেয় দলটি।