• May 3, 2025

লক্ষ্মীছড়িতে স্বেচ্ছাসেবক দলের ২ নেতা বহিস্কার

 লক্ষ্মীছড়িতে স্বেচ্ছাসেবক দলের ২ নেতা বহিস্কার

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় স্বেচ্ছাসেবক দলের ২ নেতাকে বহিস্কার করার খবর পাওয়া গেছে।

২মে শুক্রবার লক্ষ্মীছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: রিয়াজ উদ্দিন ও সদস্য সচিব মো: জাহাঙ্গির আলম স্বাক্ষরিত এক পত্রে এ খবর জানানো হয়। পত্রে উল্লেখ করা হয় ১নং লক্ষ্মীছড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো: মফিজুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মো: আবু তালেবকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দলীয় পদ স্থগিতসহ বহিস্কার করা হলো।

কারণ হিসেবে উল্লেখ করা হয় দলীয় নেতা-কর্মীদের সাথে অসাদাচরণ, দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ নানা অসামাজিক অপকর্মে লিপ্ত রয়েছে। বার বার সতর্ক করার পরও এহেনো কার্মকান্ড থেকে বিরত না থাকায় উল্লেখিত ২জনকে বহিস্কার করার সিদ্ধান্ত নেয় দলটি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post

Leave a Reply