স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বিশাল বিজয় মিছিলের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার সকালে বিজয় মিছিলটি বাজার এলাকা থেকে শুরু করে বানরকাটা হাসপাতাল এলাকা ঘুরে লক্ষ্মীছড়ি থানার সামনে তিন রাস্তার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মো. ফোরকান হাওলাদার ও সাধারণ সম্পাদক মো: মোবারক হোসেন।
বিশাল এই মিছিলে ছাত্র-জনতার অংশ গ্রহণসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলাদল, সেব্চ্ছাসেবক দল, কৃষকদল, ওলামাদল, জাসাস এর নেতৃবৃন্দসহ ইউনিয়ন/ওয়ার্ড পর্যায়ের শত শত নেতা-কামী অংশ নেন।