লক্ষ্মীছড়ির বর্মাছড়িতে রাস্তা অবরোধ করে সেনাবাহিনীর টহল কার্যক্রম ব্যাহত করার চেষ্টা

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার: ইউপিডিএফ (মূল) সশস্ত্র সংগঠন কর্তৃক বার্মাছড়ি মুখ এলাকায় রাস্তা অবরোধর মাধ্যমে নিরাপত্তা বাহিনীর টহল কার্যক্রমকে ব্যাহত করার চেষ্টা করেছে বলে জানা গেছে। ২৪ অক্টোবর শুক্রবার  বার্মাছড়ি মুখ এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায় যে, ইউপিডিএফ (মূল) সশস্ত্র সংগঠন কর্তৃক লক্ষ্মীছড়ির বার্মাছড়ি মুখ এলাকায় একটি সমাবেশ আয়োজনের পরিকল্পনা করেছে। উক্ত সমাবেশে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর উপস্থিতির কথা জানা যায়।

উক্ত তথ্যের ভিত্তিতে সম্ভাব্য যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে লক্ষীছড়ি জোন হতে ৩টি টহল দল বার্মাছড়ি মুখ এলাকার উদ্দেশ্যে রওনা হয়। টহল দলটি খিরাম হতে বার্মাছড়ি মুখ বাজারগামী সড়কে পৌঁছালে প্রায় ১০-১২টি স্থানে বাঁশ ও গাছ কেটে ফেলে রাস্তা অবরোধ করা হয়েছে। এছাড়াও কিছু স্থানে বড় আকারের গর্ত তৈরি করে সড়কটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়।

ধারণা করা হচ্ছে, ইউপিডিএফ (মূল) সশস্ত্র সংগঠন উক্ত সমাবেশ নির্বিঘ্নে পরিচালনা এবং নিরাপত্তা বাহিনীর চলাচল বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে অবরোধ সৃষ্টি করেছে।

পরবর্তীতে, স্থানীয় জনগণের সহায়তায় নিরাপত্তা বাহিনী দ্রুততার সঙ্গে গাছের গুড়ি ও বাঁশ অপসারণ করে সড়ক যোগাযোগ স্বাভাবিক করে। বর্তমানে এলাকাটি সম্পূর্ণ স্বাভাবিক এবং পরিস্থিতি নিরাপত্তা বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।