স্টাফ রিপোর্টার: লক্ষ্মীছড়ির বর্মাছড়ি মুখ এলাকা হতে ঝিরিপথে পাচারকৃত বিপুল পরিমাণ অবৈধ কাঠ মগকাটা এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযানে জব্দ।
১৭ ডিসেম্বর বুধবার সকাল ৮টার দিকে নিরাপত্তা বাহিনী অভিযান পরিচালনা করে ঘটনাস্থল হতে ৫৩০ পিস (আনুমানিক ১০৬০ সিএফটি) অবৈধ কাঠ জব্দ করে। জব্দকৃত কাঠের আনুমানিক বাজার মূল্য ৪ লক্ষ ৭৭ হাজার টাকা।
পরবর্তীতে জব্দকৃত অবৈধ কাঠসমূহ সর্তা বন বিভাগ, হাটহাজারী রেঞ্জ, চট্টগ্রাম উত্তর বন বিভাগ এর নিকট হস্তান্তর করা হয়।
এ ধরনের চোরাচালান এর সাথে ইউপিডিএফ সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠি ও কিছু অসাধু কাঠ ব্যাবসায়ী জড়িত বলে ধারনা করা হচ্ছে।
নিরাপত্তা বাহিনী দৃঢ়ভাবে জানায় যে, আইনশৃঙ্খলা এবং প্রাকৃতিক ও বনজ সম্পদ সংরক্ষণের স্বার্থে এ ধরনের সকল অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে জনগণের পাশে থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে।