লক্ষ্মীছড়ির ভান্ডার শরীফ পোল্ট্রি ফার্মে বিদ্যুৎপৃষ্ট হয়ে কিশোরীর মৃত্যু
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় সমুড় পাড়া ভান্ডার শরীফ পোল্ট্রি ফার্মে( শাহ এমদাদিয়া এগ্রো ফার্ম) বিদ্যুৎপৃষ্ট হয়ে এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে ২৯ নভেম্বর শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করেছে পুলিশ।
ঘটনার বিবরণে জানা যায়, সাঁওতাল পাড়া এলাকার দিলীপ ভীম (সাঁওতাল) এর মেয়ে প্রতিমা সাঁওতাল (১৩) নিজ বাড়ির পাশ্ববর্তী ভান্ডার শরীফ পোল্ট্রি ফার্মে লাকড়ি কুড়াতে গেলে বৈদ্যুতিক তারে জড়ায়। গুরুতর আহত মূমূর্ষ অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেনে। একই সময় তার দু’বোন বিদ্যুতের তারে জড়ালেও সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে যায়। ঘটনা রহস্যজনক বলে স্থানীয়দের দাবি। পরিবারের পক্ষ থেকে অবশ্য কোনো অভিযোগ করা হয় নি। অর্থের বিনিময় বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসা করা হয়েছে বলে সূত্র জানায়। জানা যায়, মৃত ব্যক্তির পরিবারকে ১লক্ষ ৫০হাজার টাকা এবং দুই বোনের চিকৎসার জন্য আরো ২০হাজার টাকা জরিমানা দিয়ে ঘটনাটি ধামাচাপা দেয়া হয়েছে বলে জানা গেছে।
সূত্র দাবি করছে খামারী মালিক পক্ষের অসতর্কতাই এ ঘটনা ঘটেছে। বিড়াল, গরু,ছাগল এবং চোর ডাকাতের হাত থেকে রক্ষা পেতে খামারের চারপাশে বিদ্যুতের লাইন আর্থিং করে রাখা হয়েছিলো বলে একটি সূত্র জানায়। তবে এ তথ্য কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে সত্যতার প্রমাণ পাওয়া যায় নি। জানতে চাইলে খামারের ম্যানেজার আব্দুল মজিদ জানান, আমরা বিষয়টি মিমাংসা করেছি। বিদ্যুতে লাইন কি ত্রুটিপূর্ণ ছিলো ? আপনাদের কোনো অসতর্কতা ছিলো কিনা, প্রশ্ন করতেই লাইন কেটে দেন।
এ বিষয় জানতে চাইলে লক্ষ্মীছড়ি থানার অফিসার ইনচার্জ মু. খালেদ জানান, আমরা একটি অপমৃত্যু মামলা রেকর্ড করেছি। তবে মেয়ের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ থানায় আসে নি।