• November 22, 2024

লক্ষ্মীছড়ি ইউএনও সুলতানা রাজিয়াকে বিদায় সংবর্ধনা

 লক্ষ্মীছড়ি ইউএনও সুলতানা রাজিয়াকে বিদায় সংবর্ধনা

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়াকে বিদায় সংবর্ধনা দিয়েছে এলাকাবাসী। ১৫ অক্টোবর মঙ্গলবার দিনব্যাপি এ সংকর্ধনা সভার আয়োজন করা হয়। এদিন দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসকের পক্ষ হতে বিদায় সংবর্ধনা দেয়ার পর বিকালে এলাকাবাসীর পক্ষ হতে বিভিন্ন রাজনৈতিক দল এ সংবর্ধনা দেয়।
লক্ষ্মীছড়ি উপজেলা মিনি কন্ফারেন্স রুমে আয়োজিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ছেনমং রাখাইন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মো: ফোরকান হাওলাদার। সাংবাদিক মো: মোবারক হোসেন এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অংগ্য প্রæ মারমা, দেলোয়ার হোসেন ফরাজি, হাফেজ মো: ইদ্রিস আলী, মো: মকবুল আহমেদ, এরখান শামীম, আনিসুর রহমান আনিস, রিয়াজ উদ্দিন, উত্তম মারমা, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নেতা মো: রুবেল গাজি প্রমুখ। পরে বিদায়ী অতিথিকে ফুল ও ক্রেষ্ট দিয়ে সম্মাননা জানানো হয়।
এদিকে সন্ধায় উপজেলা শিল্পকলা একাডেমি ও সংগিত বিদ্যালযের পক্ষ হতে বিদায় সংবর্ধনা দেয়া হয় উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়াকে। শিল্পকলার সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি মো: মোবারক হোসেনর এর সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তা ড. মনোয়ার সাগর। বিদায়ী অতিথিকে সম্মাননা ক্রেষ্ট প্রদানের পাশাপাশি ফুলেল শুভেচ্ছা জানান, শিল্পী ও কলা-কৌশলীরা। এরপর রাতে উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়ার বদলিজনীত কারণে উপজেলা অফিসার্স ক্লাব বিদায় সংবর্ধনার আয়োজন করে।
বুধবার সকালে উপজেলা কমপ্লেক্ম ফোয়ারা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সোহরাব হোসেন ভূইয়া, উপজেলা সমবায় অফিসার ফেরদৌস মো: বিলাস, উপজেলা বিএনপির সভাপতি মো: ফোরকান হাওলাদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অংগ্য প্রæ মারমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
সবশেষ লক্ষ্মীছড়ি উপজেলায় মৎস্য বিভাগের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা ও উপকরণ বিতরণ করেন। এছাড়াও নূরানী মাদ্রাসা এবং নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারিরাসহ বিভিন্ন সংগঠনের পক্ষ হতে সংবর্ধনা প্রদান করা হয়। সকাল সাড়ে ৯টায় চাঁদপুরের উেেদ্দশ্য ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগ দিতে লক্ষ্মীছড়ি উপজেলা ত্যাগ করেন সুলতানা রাজিয়া।
উল্লেখ্য ইশতিয়াক ইমন আনোয়ারা উপজেলায় বদলি হলে ২০২৩ সালের ৭জুন বুধবার দুপুরে সুলতানা রাজিয়া লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগ দেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post