লক্ষ্মীছড়ি ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা, পূর্বের কমিটি বহাল
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) লক্ষ্মীছড়ি উপজেলায় সদর ১নং লক্ষ্মীছড়ি ইউনিয়ন শাখার কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ ডিসেম্বর শুক্রবার উপজেলা কমিউনিটি সেন্টারে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন সমন্বয়ক ও সাংগঠনিক সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপি ক্ষণি রঞ্জন ত্রিপুরা,। বিশেষ অতিথি ছিলেন এম এ করিম, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপি, মো. ফোরকান হাওলাদার, সভাপতি, লক্ষীছড়ি উপজেলা বিএনপি, মো. মোবারক হোসেন, সাধারণ সম্পাদক, লক্ষীছড়ি উপজেলা বিএনপি। সভাপতিত্ব করেন মো: ইসলাম উদ্দিন, সভাপতি, ১নং সদর ইউনিয়ন বিএনপি। স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এমরান খান শাহিন।
বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সামশুল ইসলাম, সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন ফরাজি, অংগ্য প্রু মারমা, উপজেলা যুবদলের আহবায়ক মো. মকবুল আহমেদ, ছাত্রদলের আহবায়ক উথোয়াচিং মারমা উত্তম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. রিয়াজ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো: আব্বাছ, যুগ্ম সম্পাদক, ২নং দুল্যাতলী ইউনিয়ন ছাত্রদল।
আরো উপস্থিত ছিলেন লক্ষীছড়ি উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে উপস্থিত নেতৃবৃন্দরা পর্বের কমিটি বহাল রাখার পক্ষে মতামত দেন।