স্টাফ রিপোর্টার:খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় ১ নং লক্ষীছড়ি ইউনিয়ন বিএনপি’র যুগ্ন সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য মোঃ জাকির হোসেন এর মৃত্যুতে গভীর শোক ও সমকেনা জানিয়েছে উপজেলা বিএনপি। লক্ষ।মীছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মোবারক হোসেন স্বাক্ষরিত এক শোক বার্তায় এ সমবেদনা জনানো হয়।
লক্ষ্মীছড়ি গুচ্ছ গ্রামের মৃত নয়া মিয়ার ছেলে মো: জাকির হোসেন, সাং শিলাছড়ি পাড়া। পেশায় ডিস ব্যবসায়ী। ১০ আগষ্ট বেলা ২ টা ৫ মিনিটের সময় চট্টগ্রামে বেসরকারি একটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থা্য় মৃত্যুবরণ করেন। ইন্না-লিল্লাহ ওয়াইন্না ইলাহে রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর। মা, স্ত্রী, ৩ ছেলে ১ মেয়ে সহ আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর এই অকাল মৃত্যুতে উপজেলা বিএনপির পরিবার গভীর শোক প্রকাশ করছে একই সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেনা জানিয়েছে। তাঁর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে