লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন যারা
স্টাফ রিপোর্টার: ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে বাবুল চৌধুরী, রতন বিকাশ চাকমা, নিলবর্ন চাকমা, সাথোয়াইঅং মারমা, হরিমোহন চাকমা ও সুপার জ্যোতি চাকমা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
১৫ এপ্রিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন পর্যন্ত প্রার্থীরা অনলাইনে এ মানোনয়নপত্র জমা দেন।
পুরুষ ভাই চেয়ারম্যান পদে রতন বিকাশ চাকমা ও রাজেন্দ্র চাকমা এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাগরিকা চাকমা, মিনু চিং মারমা ও অয়ক্রই প্রু মারমা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাচন অফিসার অনীক চৌধুরী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
নির্বাচন কমিশনের নানা শর্ত এবং জামানত বৃদ্ধির কারণেই অন্যান্য বারের চেয়ে এবার প্রার্থীর সংখ্যা কম বলে ধারণা করা হচ্ছে।
বর্তমান উপজেলার চেয়ারম্যান বাবুল চৌধুরী ২য় বারের মতো মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিগত চতুর্থ উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমাও মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদিকে বর্তমান ভাইস চেয়ারম্যান সুমনা চাকমা ও দ্বীপান্তর চাকমা রাজু মনোনয়নপত্র জমা দেননি বলে জানা গেছে।
এ উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীর তালিকা অনেকটা বড় থাকলেও শেষ পর্যন্ত সংখ্যা কমে অনেক ছোট হলো। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন এ সংখ্যা আরো কমতে পারে বলে ধারনা করা হচ্ছে।