লক্ষ্মীছড়ি উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল রোববার

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১৭ আগষ্ট রোববার।  বিকাল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ মাঠে অপরাজিত জুমফুল একাদশ  ও শিলছড়ি একাদশের মধ্যে চ্যাম্পিয়ন ট্রপির লড়াইয়ে মাঠে নামবেে এই দু ‘দল।   বৃহস্পতিবার অনুষ্ঠিত সেমি ফাইনালে জুনিয়র একাদশকে ২-১গোলে হারিয়ে জুমফুল একাদশ ফাইনালে ওঠে। এদিকে শুক্রবার দ্বিতীয় দিনের সেমি ফাইনাল ম্যাচে বারোদোনা পারিবং একাদশকে ২-১গোলে হারিয়ে ফাইনালে খোলার যোগ্যাতা অর্জন করে শিলছড়ি জুমফুল একাদশ। দু’দলের খোলাই ছিলো বেশ উত্তেজনাকর। মাঠের চারিপাশে ভীর জমে প্রচুর দর্শকের।

৩২টি দল নিয়ে গঠিত এ টুর্নামেন্ট’র উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,  জোন অধিনায়ক লে. কর্নেল মো. তাজুল ইসলাম, পিএসসি,জি। লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি সেটু কুমার বড়ুয়া, থানার অফিসার ইনচার্জ মু. খালেদ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মো. ফোরকান হাওলাদার, সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অংগ্য প্রু মারমাসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ, গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ খেলা উপভোগ করেন।