স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা প্রশাসনের পক্ষ হতে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার লক্ষীছড়ি উপজেলার বর্মাছড়ি ইউনিয়নের মুক্তাছড়ি, বর্মাছড়ি ও কুতুবছড়ি ভোটকেন্দ্র পরিদর্শনকালে শীতার্তদের মাছঝ এ শীতবস্ত্র বিতরণ করা হয়। লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাউছার হামিদ প্রায় অর্ধশতাধিক গরীব ও অসহায়দের হাতে শীতবস্ত্র তুলে দেন।
এসময় লক্ষীছড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম সোহাগ, লক্ষীছড়ি ইউপি চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা, বর্মাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুইশালা চৌধুরী, দুইল্যাতলী ইউপি চেয়ারম্যান, ত্রিলান চাকমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাউছার হামিদ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রত্যন্ত এলাকার ভোট কেন্দ্র পরিদর্শন করেন। ভোটকেন্দ্রগুলোর সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা ও অবকাঠামোগত বিষয়াদি নজরে আনার পাশাপাশি ভোট গ্রহণকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটার উপস্থিতি নিশ্চিতকরণ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন বলে জানা গেছে।