• September 20, 2024

লক্ষ্মীছড়ি সরকারি কলেজে গঠন হলো শিক্ষক পরিষদ

 লক্ষ্মীছড়ি সরকারি কলেজে গঠন হলো শিক্ষক পরিষদ

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় একমাত্র সরকারী কলেজেটিতে শিক্ষক পরিষদ গঠন করা হয়েছে।১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালের দিকে শিক্ষক পরিষদ গঠন উপলক্ষে অধ্যক্ষ মো. আলী মর্তুজা চৌধুরীর সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্টিত হয়।

পদাধিকার বলে অধ্যক্ষ মো. আলী মর্তুজা চৌধুরীকে সভাপতি নির্বাচিত করা হয়। এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রভাষক(অর্থনীত) মো. আলমগীর হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়াও যুগ্ন সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় নির্বাচনে ১৩ ভোটের মধ্যে ১০ ভোট পেয়ে যুগ্ন সাধারণ সম্পাদক নির্বাচিত হন প্রভাষক (রাষ্ট্রবিজ্ঞান) কামাল উদ্দিন। তাঁর প্রতিদ্বন্দ্বি অপর প্রার্থী প্রভাষক(আইসিটি) অপু মজুমদার পেয়েছেন ৩ ভোট। অর্থ সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সহকারী গ্রন্থাগারিক মো. রমজান আলী নির্বাচিত হয়েছেন।

সাম্প্রতিক সময়ে  কলেজের শিক্ষার্থীরা অধ্যক্ষের পদত্যাগসহ নানা দাবিতে আন্দোলন করলে সেনাবাহিনীর হস্তক্ষেপে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শিক্ষক পরিষদ গঠন শিক্ষার্থীদের আন্দোলনের অংশ বলেই সূত্রে জানা গেছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post

Leave a Reply