লক্ষ্মীছড়ি জোন কমান্ডার কর্তৃক পূজামন্ডপ পরিদর্শন এবং আর্থিক সহায়তা প্রদান

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি নিশ্চিত করতে “শ্রী শ্রী ব্রহ্মময়ী কালী মন্দির” এর পূজা মন্ডপ পরিদর্শন করেন লক্ষীছড়ি জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ তাজুল ইসলাম, পিএসসি, জি। বুধবার এই পূজা মন্ডপ পরিদর্শনে তার সাথে উপস্থিত ছিলেন মেজর সাইয়েফুর রহমান তুর্য, এসইউপি, জি, ক্যাপ্টেন ফাইয়াজ জামান জারিফ, ক্যাপ্টেন সাব্বির হোসেন এবং লেঃ মোঃ আরিফুল ইসলাম ইমন। পূজা মন্ডপ পরিদর্শন শেষে জোন কমান্ডার পূজা কমিটির হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন।

এসময় জোন কমান্ডার বলেন, পূজা মন্ডপে আগত দর্শনার্থীদের নির্বিঘ্নে চলাচল ও উৎসবের পরিবেশ বজায় রাখতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ, আনসার ও ভিডিপি সদস্যরা যৌথভাবে নিরাপত্তার দায়িত্ব পালন করছে। সামরিক ও বেসামরিক প্রশাসনের এই সমন্বিত উদ্যোগ উৎসবকে আরোও শান্তিপূর্ণ ভাবে উৎসব পালনে সহায়ক ভূমিকা পালন করেছে।

অন্যদিকে লক্ষীছড়ি উপজেলার স্থানীয় জনগণ এবং হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিবর্গ সেনাবাহিনীর এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এর ফলে পাহাড়ি-বাঙালি সকলের মধ্যে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে।

উল্লেখ্য, প্রতি বছর দুর্গাপূজা উপলক্ষে সেনাবাহিনীর এমন নিরাপত্তা ও সহায়তামূলক কার্যক্রম স্থানীয় মানুষের মধ্যে আস্থা ও সৌহার্দের পরিবেশ তৈরি হয়।