লক্ষ্মীছড়ি জোন কর্তৃক ইন্দ্রসিং পাড়ায় মেডিকেল ক্যাম্পেইন, শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ

শেয়ার করুন

স্টাফ রির্পোটার: পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত ও দুর্গম অঞ্চলের সুবিধাবঞ্চিত জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষীছড়ি জোন কর্তৃক ইন্দ্রসিংপাড়া এলাকায় মানবিক সহায়তা কার্যক্রম (HDP)পরিচালনা করা হয়। উক্ত কার্যক্রমের মাধ্যমে শীতকালীন দুর্ভোগ লাঘব, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করা হয়। কর্মসূচির অংশ হিসেবে লক্ষীছড়ি জোনের ব্যবস্থাপনায় মোট ২০০টি কম্বল স্থানীয় শীতার্ত উপজাতি পুরুষ ও নারীদের মধ্যে বিতরণ করা হয়। এসময় মেজর মীর মোহাম্মদ ফাহ্দ বিন আসাদ, ক্যাপ্টেন আসিফ মোস্তফা জীম ও  মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোঃ সাব্বির হোসেন

একই দিনে স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে লক্ষীছড়ি জোন কর্তৃক বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। উক্ত মেডিকেল ক্যাম্পেইনে মোট ৩৩৫ জন উপজাতি পুরুষ, নারী ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয় এবং ৪৫হাজার ৫৬৭ টাকা মূল্যের ওষুধ বিতরণ করা হয়।

স্থানীয় শিক্ষার্থীদের মাঝে শিক্ষার প্রসারের জন্য ১২৪ জন স্কুলগামী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করা হয়।

স্থানীয় জনগণ শীতবস্ত্র, চিকিৎসা ও শিক্ষা সামগ্রী পেয়ে সন্তোষ প্রকাশ করে এবং বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক উদ্যোগের প্রশংসা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে। বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে শান্তি-শৃঙ্খলা রক্ষা, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন এবং মানবিক সহায়তা প্রদানের মাধ্যমে স্থানীয় জীবনযাত্রার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।