স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় আসন্ন ২৯৮নং খাগড়াছড়ি আসনে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ওয়াদুদ ভূইয়াকে বিজয়ী করার লক্ষ্যে প্রচার, গণসংযোগ ও ৩১ দফা বাস্তবায়নসহ নানা বিষয়ে করনীয় সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ অক্টোবর শুক্রবার সকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন লক্ষ্মীছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো: ফোরকান হাওলাদার। বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মোবারক হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো: দেলোয়ার হোসেন ফরাজি, উপজেলা বিএনপির সহ-সভাপতি অংগ্য প্রু মারমা, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো: রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো: সামশুল ইসলাম ও মো: রেজাউল করিম।
উক্ত সভায় উপজেলা বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবকৃন্দরা উপস্থিত ছিলেন। এছাড়াও সদ্য গঠিত গণসংযোগ ও প্রচারণা টীম লিডার ও সদস্যরা এ সভায় অংশ নেন।
সভায় উল্লেখ করা হয়, আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে একজনকে টীম লিডার করে ১৫ সদস্য বিশিষ্ট গণসংযোগ ও প্রচারণা টীম গঠন করা হয়েছে। একাধীক টীম প্রায় প্রতিদিন উপজেলার বিভিন্ন পাহাড়ের আনাচে-কানাচে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চাইবেন। পাশাপাশি বিগত বিএনপি সরকারে সময়ে ওয়াদুদ ভূইয়ার উন্নয়ন কর্মংকান্ড তুলে ধরবেন।
উল্লেখ্য গ্রাম, পাড়া, মহল্লাসহ প্রত্যন্ত জনপদে ধানের শীষ প্রতীকের বার্তা পৌছে দিতে উপজেলা বিএনপি আগামী ২মাস ব্যাপী গণসংযেগ ও প্রচারণার কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।