• March 15, 2025

লক্ষ্মীছড়িতে আইন-শৃঙ্খলা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত 

 লক্ষ্মীছড়িতে আইন-শৃঙ্খলা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত 
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা ও আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুন সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া। উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবুল চৌধুরী প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ মিনহাজ মাহমুদ ভূইয়া।
এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: বিল্লাল হোসেন বেপারি, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল ওহাব খন্দকার, প্রেসক্লাব সভাপতি সাংবাদিক মো: মোবারক হোসেন, দুল্যাতলী ইউপি চেয়ারম্যান ত্রিলন চাকমা, বর্মাছড়ি ইউপি চেয়ারম্যান সুইশালা চৌধুরী প্রমুখ।
সভায় সহকারি কমিশনার(ভূমি) হোসনেআরা, ভাইস চেয়ারম্যান দিপান্তর চাকমা রাজুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক উপস্থিত ছিলেন। সভায় এলাকার সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। পরে একই স্থানে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post