লক্ষ্মীছড়িতে আওয়ামীলীগের কাউন্সিলে সভাপতি রেম্রাচাই ও সম্পাদক পদে বিল্লাল হোসেনের নাম ঘোষণা
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আওয়ামীলীগ লক্ষ্মীছড়ি উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল সভাপতি পদে বাবু রেম্রাচাই চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে মো: বিল্লাল হোসেন বেপারির নাম ঘোষণা করা হয়েছে। ৩০ সেপ্টেম্বর সোমবার উপজেলা পরিষদ মুক্তমঞ্চে এক সমাবেশে ভারত প্রত্যাগত পূর্ণবাসন বিষয়ক ট্রাংস্ক ফোর্স’র চেয়ারম্যান খাগড়াছড়ি সংসদ সদস্য কুজেন্দ্রলাল ত্রিপুরা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তেব্যের শেষে কমিটির দু’টি পদের নাম ঘোষণা করেন। পূর্বের কমিটিতেও এ দু’জন সভাপতি সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। প্রধান অতিথি বলেন, সকলের মতামত নিয়ে সাংগঠনিক সম্পাদকসহ অন্যান্য পদ খুব শিগ্রই ঘোষণা করা হবে। দলীয় সূত্র জানায়, সভাপতি ও সম্পাদক পদে বিকল্প কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্ধিতায় সভাপতি পদে রেম্রাচাই চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে মো: বিল্লাল হোসেন বেপারির নাম ঘোষণা করা হয়। সাংগঠনিক সম্পাদক পদে ৪জনের নাম প্রস্তাবনায় আসার কারণে পরবর্তি বৈঠকে চুড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানানো হয়। জানা যায়, মো: আনোয়ার হোসেন গাজি, মো: নুরে আলম, তালাত মাহমুদ শিশির ও মংক্যচিং চৌধুরীর নাম আলোচনায় রয়েছে।
কাউন্সিল পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি পার্বত্য জেলা পরিষদ সদস্য বাবু রেম্রাচাই চেধৈুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: বিল্লাল হোসেন ব্যাপারি। উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সনিয়ির সহ-সভাপতি ও জেলা মুক্তিযেদ্ধা কমান্ডার রনবিক্রম ত্রিপুরা, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র ত্রিপুরা, জেলা পরিষদ সদস্য এ্যাডভোকেট আশুতোষ চাকমা, জেলা পরিষদ সদস্য এম.এ জব্বার, জেলা আওয়ামীলীগের যুব ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মো: দিদারুল ইসলামসহ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা। কাউন্সিলকে ঘিরে প্রত্যন্ত এলাকার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের তৃণমূলের নেতৃবৃন্দ ও কাউন্সিল’রগণ উপস্থিত ছিলেন। সবশেষে সন্ধ্যায় কনসার্ট এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি শিল্পীরা সংগীত পরিবেশন করেন।