• July 6, 2025

লক্ষ্মীছড়িতে আরো ২জন ‘করোনা’ পজিটিভ, মোট শনাক্ত ৪

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় আরো ২জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট করোনা শনাক্ত রোগী ৪জন। তবে পূর্বে আক্রান্ত হওয়া রোগীরা সুস্থ্য আছেন।

২৮ জুন রবিবার লক্ষ্মীছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজি সাইফুল আলম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, গত ২১জন প্রথম ২জন করোনা শনাক্ত হওয়ার পর তাদের সংস্পর্ষে আসা আরো ১৯জনের নমুনা সংগ্রহ করলে আরো ২জনের শরীরে করোনা শনাক্ত হলো। তবে ১৯জনের মধ্যে ৫জনের নমুনা পরীক্ষার ফলাফল এখনো আসে নি।

নতুন ফলাফলে পূর্বে আক্রান্ত হওয়া লিটনের স্ত্রী শরীফা বেগম(পাখি) নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হলো। অপর দিকে ক´বাজার উখিয়া ফেরত ১০জনের নুমনা পরীক্ষা করা হলে মো: মহিউদ্দিন নামে এক পুলিশ সদস্যের শরীরে করোন শনাক্ত হলো। তাকে প্রাতিষ্ঠানিক কোয়ারিন্টিন থেকে আইসোলেশনে নেয়া হয়েছে। উল্লেখ্য লক্ষ্মীছড়ি উপজেলায় গত ২১জন প্রথম করোনা রোগী শনাক্ত হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post