• November 23, 2024

লক্ষ্মীছড়িতে উন্নয়ন মেলার উদ্বোধন

লক্ষ্মীছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়িছড়ি উপজেলা প্রশাসনের উদ্যেগে “উন্নয়নের রোল মডেল, শেখ হাসিনার বাংলাদেশ” এর শ্লোগানে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ৩দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে ১১ জানুয়ারি সকালে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে এক সংক্ষিপ্ত আলোচনা শেষে মেলার আরুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করেন লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা। লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল সভাপতির বক্তব্য রাখেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান বেবি রানী বসু, থানার অফিসার্স ইনচার্জ আ: জব্বার। অনুষ্ঠান পরিচালনা করেন বাবুল চৌধুরী।

আনুষ্ঠানিক উদ্বোধন শেষে অতিথিরা স্টল পরিদর্শন করেন। বিভিন্ন বিভাগের ১৯টি স্টল সাজানো হয় নিজ নিজ উন্নয়ন কার্মকান্ড নিয়ে । ৩দিন ব্যাপি চলবে এ মেলার আয়াজন। আগামী শনিবার সেরা স্টল নির্বাচনের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে মেলার সমাপ্তি হবে বলে জানা গেছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post